বেলকুচিতে ২০০কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।সোমবার সকালে বেলকুচি উপজেলা চত্ত্বরে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০ জন কৃষকের মাঝে এই রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল (এম পি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান (প্যানেল-০১) আরিফুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখোন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুণাংশু মন্ডল, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল, ভাংঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষানী, উপজেলা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা প্রমুখ।