বেলকুচিতে স্বতন্ত্রপ্রার্থী আনারস প্রতীকের মোটরসাইকেল শোভাযাত্রা।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মীর সেরাজুল ইসলাম (আনারস) প্রতীকের মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়েছে। বৃহস্পতিবার বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে মীর সেরাজুল ইসলামের পক্ষে শত শত মোটরসাইকেল শোভাযাত্রা বের করে তার সমর্থনকারী নেতাকর্মীরা আনারস শ্লোগানে শ্লোগানে মুখরিত করেন। এ নেতাকর্মীরা এসময় উপজেলার বিভিন্নস্থানে মোটরসাইকেল শোভাযাত্রা, গনসংযোগ, মিছিল সহ ভোটারদের কাছে স্বতন্ত্রপ্রার্থী মীর সেরাজুল ইসলামের আনারস প্রতীকের ভোট প্রার্থনা করেন। এতে সাধারণ জনতা হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং আনারসে ভোট দিবেন বলে আশ্বস্হ করেন।