বেলকুচি

বেলকুচিতে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি।

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :

নানা কর্মসূচির মধ্যদিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে ২০শে আগষ্ট দিবসটি উপলক্ষে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একে অপরকে রং মেখে হলি খেলার মত আনন্দ উৎসব মুখর পরিবেশে বেনপার্টি বাজিয়ে বেলকুচি সরকারি কলেজ থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা ও পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
র‍্যালির পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নুর আলম,পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদ তালুকদার সহ অন্যারা।

এসময় র‍্যালিতে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, সদস্য সচিব মোঃ বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান প্রিন্সিপাল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শামীম, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, যুবদলের সদস্য সচিব আলম প্রামানিক সহ মহিলা দল, ছাত্র দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।