বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় আহত ১২ জন !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়ক দূর্ঘটনায় ১২ জন গুরুতর আহত। মঙ্গলবার ( ২৬ফেব্রুয়ারি-২০১৯) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচিতে বাস, সি, এন, জি ও অটোভ্যানের সংঘর্ষে কামারপাড়া এলাকায় এ দূর্ঘটনার ঘটে এবং এ দূর্ঘটনায় ১২ জন গুরুতর আহত হয়েছেন। সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস কামারপাড়া এসে পৌঁছালে বিপরীতগামী সি, এন, জি এসে সংঘর্ষ বাঁধে এবং অটোভ্যান এসে সি, এন, জি’র পিছনে ধাক্কা দিলে অন্তত ১২ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জন গুরুতর আহত হয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বাকীরা বিভিন্ন ক্লিনিক ও হসপিটালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানায়, কামারপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় বেশ কিছু লোক আহত হয়। আমরা ঘটনাস্থল থেকে বাস সি, এন, জি ও অটোভ্যান জব্দ করে থানা হেফাজতে রেখেছি।