বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় আহত প্রবীণ আওয়ামীলীগ নেতা তপন সরকার মারা গেছেন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় আহত প্রবীন আওয়ামী লীগ নেতা তপন সরকার (৬৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি২০১৯) সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত তপন সরকার বেলকুচি উপজেলার তেয়াশিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির অন্যতম সদস্য। বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফজী খান বলেন, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশার চাপায় তপন আহত হন।প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। এদিকে, তপন সরকারের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হজরত আলী মাস্টার ও বেলকুপি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন।