বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ্ট্র ও সমাজের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষক ও অভিভাবকবৃন্দের সমন্বিত উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ্ট্র ও সমাজের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ৬ ডিসেম্বর বেলকুচি উপজেলা বহুমুখী মহিলা কলেজে সেমিনার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সভাপতি, সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত আমিরুল ইসলাম খাঁন আলিম।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সিরাজগঞ্জ ৪ আসনে সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী।
সেমিনারে আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্টোর পরিচালক মোঃ বেলাল হোসেন, ঢাকা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব আলী, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মাসুদ রানা খান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান।
অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়,পাশাপাশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জাতীয় করনের দাবি জানানো হয়, সেই সাথে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির দাবি জানানো হয়, সেখানে বলা হয় শিক্ষকদের বেতন কম হওয়ায় সাংসারিক আর্থিক সমস্যা থাকায় অনেক সময় মানুষিক সমস্যার সম্মুখীন হতে হয়, যার কারনে ছাত্র ছাত্রীদের লেখাপড়া করাতে মনমানসিকতা ভাল থাকে না, তাই শিক্ষকের বেতন বৃদ্ধি করে আর্থিক সমস্যা সমাধান করলেই শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান শিক্ষকবৃন্দ। সেই সাথে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন করতে হলে ছাত্র ছাত্রীদের মাদক থেকে দুরে থাকতে হবে, এমনকি নিয়মিত স্কুল কলেজে উপস্থিত থেকে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে বলে জানান অতিথিবৃন্দে।
