বেলকুচিতে মুসলিম সুইটসের বিরুদ্ধে ওজন কমের অভিযোগ
আবির হোসাইন শাহীন , সিরাজগঞ্জ:
বেলকুচিতে মুসলিম সুইটসের বিরুদ্ধে ওজন কমের অভিযোগ করেছে এক ভোক্তা। তাঁতসমৃদ্ধ সিরাজগঞ্জ বেলকুচি মিস্টির জন্য বিখ্যাত। মুসলিম সুইটস তার মধ্যে অন্যতম। দাম গুন ও মান সাধ্যের মধ্যে থাকায় চাহিদাও আছে ব্যাপক।কিন্তু সেই মুসলিম সুইটসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কেজিতে ২০০ গ্রাম করে মিস্টি কম দেওয়া। ভুক্তভোগী আল মাহমুদ জানায় তার ভায়ের হালখাতা উপলক্ষে মুসলিম সুইটস থেকে ১৮০ কেজি মিস্টির অডার দেয় সুবিধার জন্য এক কেজি করে প্যাকেট করতে বলে।তার চাহিদামত এক কেজি করে প্যাকেট করে দোকানদার।কিন্তু মিস্টির পরামান কম হওয়া তার মনে সন্দেহ বাধে। পরবর্তীতে সে আবার ওজন দিলে কেজিতে ২০০ গ্রাম করে কম দেখায়।এমতাবস্থায় প্রাথমিকভাবে অসীকার জানলেও পরবর্তীতে বাধ্য হন তার টাকা ফেরত দিতে। এ ব্যাপারে মুসলিম সুইটসের মালিক বলেন কর্মচারীর ভুলের কারনে এমন হয়েছে।একজনের মিস্টি আরেকজনকে দেওয়ার কারনে এমতাবস্থায় সৃষ্টি হয়েছে।