বেলকুচিতে মাদকবিরোধী সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদকবিরোধী সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার ডি. এস. এ উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে বেলকুচি-এনায়েতপুরের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন ‘বুনন’ আয়োজিত অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে বিভিন্ন বয়সী দুই শতাধিক লোক সমাগম হয়।
বুননের সভাপতি ইকবাল এইচ রিপনের সভাপতিত্বে সমাবেশে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামি বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলী আফতাব সূর্য, বুননের প্রতিষ্ঠাতা সভাপতি ও বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মো: আনিসুর রহমান, জাতীয় যুব শক্তির সিরাজগঞ্জ জেলার সদস্য সচিব মুছা হাসেমী প্রমুখ।
সমাবেশে বক্তারা মাদকের কুফল তুলে ধরে তা নির্মূলে সোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মাদকের ক্ষতিকর দিক তুলে এই অঞ্চলের মানুষকে সচেতনতা বাড়াতে কাজ করার পরামর্শ দেন।
এসময় বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে ডা. আলী আফতাব সূর্য বলেন, মাদক একটি সামাজিক ব্যাধী, যা আমাদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ। মাধক সামাজের জন্য ক্যান্সার। এই মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ সচেতনতায় যুব সমাজের এ ধরণের আয়োজনের জন্য তিনি প্রসংশা করেন। আগামীতে বৃহৎ পরিসরে আয়োজনের পরামর্শ দেন।
সমাবেশ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আনিসুর রহমান বলেন, শুধু একটি সমাবেশে সীমাদ্ধ থাকলে চলবে না। মাদক নির্মূলে গ্রামে গ্রামে কমিটি গঠন করতে হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে সামাজিক ভাবে বর্জন করতে হবে। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে হবে।
এসময় আব্দুল মান্নান সরকার বলেন, মাদকবিরোধী এই আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধন্যবাদ। আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে আছি। আপনাদের উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করবো।
মাদক নির্মূলের প্রতিশ্রুতি ব্যক্ত করে মাজহারুল ইসলাম বলেন, আমাদের দলের কোন নেতা বিড়ি-সিগারেট পর্যন্ত খায় না। ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ক্যান্সারের কারণ। তাই আমরা সবাই মাদককে না বলি।
উপজেলার সদর ইউনিয়নের দ্বাড়িয়াপুর রাণীপুরা ও দেলুয়া গ্রাম, রাজাপুর ইউনিয়নের শাহপুর ও আগুড়িয়া গ্রাম এবং বেলকুচি পৌরসভার বয়ড়াবাড়ি গ্রামের একজন করে প্রতিনিধি বক্তব্য রাখেন। উক্ত সামাজিক আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বয়ড়াবাড়ি গ্রামের ‘পিপীলিকা’ যুব সংঘ, শাহপুর ব্লাড ডোনার ইউনিয়ন, শাহপুর যুব উন্নয়নও সমাজ কল্যাণ ফাউন্ডেশন, হিলফুল ফুজুল যুব সংগঠন, রাণীপুরা গ্রামবাসী, উত্তর দেলুয়া গ্রামবাসী, রক্তসেনা আগুরিয়া ইউনিট, দ্বাড়িয়াপুর যুব সমাজ কল্যাণ সংগঠন, সাত-সতেরো তরুণ সংঘ। সমাবেশ পরবর্তী মাদকবিরোধী পদযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।