বেলকুচিতে বিসমিল্লাহ্ আধুনিক হাসপাতালে রোগীকে আটকে রেখে নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ বেলকুচিতে বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে প্রসূতিকে চার ঘন্টা আটকে রেখে নব জাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বেলকুচি উপজেলায় শেরনগর গ্রামে বিসমিল্লাহ্ আধুনিক হাসপাতালে ৯ (সেপ্টেম্বর)সোমবার রাতে এ ঘটনা ঘটে।এরপর তা ধামাচাপা দেওয়া চেষ্টা করা হচ্ছে। প্রসূতির স্বামী শাজাদপুর উপজেলার শিপপুর গ্রামের বাসিন্দা আব্দুল মোমিন বলেন,৯(সেপ্টেম্বর)সোমরার সন্ধ্যায় আমার স্ত্রীর প্রসব ব্যথা ওঠে।
অবস্থা খারাপ দেখে তাকে বেলকুচি বিসমিল্লাহ্ আধুনিক হাসপাতালে নিয়ে যাই।প্রথমে পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালের নার্সরা রোগী দেখে জানান নরমাল ডেলিভারিতে সন্তান হবে।ভর্তির হওয়ার পর ডাক্তার আসবে বলে আমাদের রোগীকে চার ঘন্টা অপেক্ষা করান।কিন্তু চার ঘন্টা অতিবাহিত হওয়ার পর ডাক্তার না আশায় রোগীর অবস্থা অবনতি দিকে যায়। পরে নার্সরা আমাকে জানান খুব দ্রুত সিজার করা লাগবে আমাদের এখানে কোনো ডাক্তার নেই। আমরা অবস্থা অবনতি দেখে পাশেই একটি বেসরকারি ক্লিনিক ইউনাইটেড জেনারেল হাসপাতালে ভর্তি করাই পর সিজারের মধ্যেমে মৃত্যু সন্তান ভূমিষ্ট হয়।তিনি আরো জানান,এই বিসমিল্লাহ ক্লিনিক চার ঘন্টা মিথ্যা আশাস দিয়ে আমাদের নবজাতক শিশুটিকে মেয়ে ফেললো।এই ক্লিনিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধর্তন কতৃপক্ষর কাছে দৃষ্টিআর্কষন করছি।
এ বিষয়ে বিসমিল্লাহ্ আধুনিক হাসপাতালের গেলে সবাই পালিয়ে যাই,ম্যানেজার সেতারা খাতুনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরিচালক আব্দুল রহমান ওরফে রহমান ডাক্তার জানান,আমি বাইরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে আছি।কিন্তু ঘটনাটি শুনেছি,তবে এই বিষয়ে আপনারা কিছু কইরেন না,আপনাদের সাথে সাক্ষাৎ করা হবে। বেলকুচি থানার অফিসার ইনর্চাজ আনোয়ারুল ইসলাম জানান,এই ঘটনাটি আমারা শুনেছি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেলকুচি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ডাঃমাহাবুব হোসেন বলেন,ক্লিনিক গুলো নিয়ন্ত্রন করেন জেলা সিভিল সার্জন অফিস।আমাদের কোনো হাত নেই। এই বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা.মো.জাহিদুল ইসলাম বলেন,বিসমিল্লাহ্ আধুনিক হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।