বেলকুচিতে ফসলি জমি থেকে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জরে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের একটি ফসলি জমি থেকে বৃহস্পতিবার দুপুরে নুরুল ইসলাম (৫১)নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলশি।নিহত নরুল ইসলাম তাঁত শ্রমিক বলে জানা যায়, সে ধুকুরিয়া বেড়া পশ্চিমপাড়া গ্রামের সওদাগর ব্যাপারীর ছেলে ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে ধুকুরিয়া বেড়ায় একটি ফসলি জমিতে তাঁত শ্রমিক নুরুল ইসলামরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ।
ওসি আব্দুর রাজ্জাক আরো জানান, নিহত নুরুল ইসলামরে বাড়ি বেলকুচিতে হলেও এনায়তেপুর থানার মধবপুরে শ্বশুর বাড়িতে বসবাস করতো এবং টাঙ্গাইলের বল্লা এলাকায় তাঁত শ্রমিকের কাজ করতো। দুদিন আগে সে বাড়িতে আসে। হত্যার রহস্য জানা যায়নি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। লাশ ময়না তদন্তরে জন্য র্মগে পাঠানো হয়েছে। এ এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।