বেলকুচিতে নির্মানাধীন আশ্রয়ন প্রকল্প ঘরের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে বানিয়াগাঁতী গ্রামে ভূমিহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প কাজের পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারা দেশে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর সেই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় এই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে আশ্রয়ন প্রকল্প কাজের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম সাজেদুল, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার, আশ্রয়ন প্রকল্প কাজের সভাপতি আব্দুর রাজ্জাক সহ আরও অনেক।
এসময় ডিসি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন ঘর নির্মানের ইট বালু সিমেন্ট এমনকি প্রতিটি বস্তুই যেন ভাল মানের হয়, এক ঘর থেকে অন্য ঘরের সঠিক পরিমাপ অনুযায়ী অতিদ্রুত ঘরের কাজ সমাপ্ত করার জন্য অতিরিক্ত শ্রমিক, মেশিন অন্যান্য সরঞ্জামদি সেটআপ করার আদেশও দেন তিনি।