বেলকুচিতে নানান আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ
আবির হোসাইন শাহিন :
সিরাজগঞ্জ বেলকুচিতে রোববার সকালে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বেলকুচি সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মংগল শোভাযাত্রা র্যালিতে অংশগ্রহণ করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন মন্ডল, উপজেলা পরিষদের নির্বাহী অফিসার, এসিল্যান ,থানার অফিসার ইনচার্জ, প্রসক্লাবের সভাপতি, যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা সহ শিক্ষক ওশিক্ষার্থীবৃন্দ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও, গনমাধ্যমকর্মী,বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক নেতৃবৃন্দ রেলীতে অংশ গ্রহণ করেন।
র্যালি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।