বেলকুচিতে দীপ্তচেতনা বিকাশ কেন্দ্রে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ
রেজাউল করিম ,বেলকুচি প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী তামাইয়ে অবস্হিত “দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্র ও পাঠাগার এর বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, কুইজ প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি -২০১৯) সকালে দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্রে বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি হাজী ফজলার রহমান তালুকদার এর সভাপতিত্বে প্রভাকর বিদ্যানিকেতনের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাজী মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী, দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্রের উপদেষ্টা আবুল হোসেন মাস্টার,বিশিষ্ট সমাজসেবক হাজী রুহুল আমিন মুন্টু,হাজী আবু আহমেদ, হাজী আব্দুল আজিজ সরকার, দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি হাজী বদিউজ্জামান প্রমূখ। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন,জনাব আব্দুল মান্নান জোয়াদ্দার ও ডা: মো: রুহুল আমিন সহ দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্রের সাবেক ও বর্তমান ছাত্র -ছাত্রী বৃন্দ, এ সময় বৃত্তি প্রাপ্ত মেধাবী ছাত্র -ছাত্রীদের মাঝে নগদ অর্থ ডাইরি ও কলম এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দলের মধ্যে পুরষ্কার তুলে দেন দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাজী মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে শিক্ষার্থী,অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের অনেকেই উপস্হিত ছিলেন।