বেলকুচিতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগ সরকার পতনে বিগত আন্দোলন সংগ্রামের সময় বেলকুচিতে যেসব নেতাকর্মী হতাহত হয়েছেন তাদের পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বাবর মেম্বারের সভাপতিত্বে বেলকুচি উপজেলায় ধুকুরিয়া বেড়া ইউনিয়নের নিহত ছাত্রদল নেতা শহীদ মাসুম বিল্লাহর পরিবারের কাছে শনিবার সন্ধ্যায় ঈদসামগ্রী তুলে দেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। এ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহত, নিখোঁজ ও নির্যাতিত পরিবারের জন্য তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম আযম, নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ও থানা যুবদলের সাবেক সভাপতি বনী আমিন, বেলকুচি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজনু খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামীম মিয়া, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম মুক্তা, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন, বেলকুচি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহসান, ছাত্রদল নেতা জাহিদ প্রমুখ।