বেলকুচি

বেলকুচিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংসদ বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীদের মাধ্যমে সরকারি দল ও বিরোধী দলের সংসদ বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও মাননীয় স্পিকার ও বিচারক মন্ডলী গঠন করে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সংসদ বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করেন মাতৃভূমি কালচারাল একাডেমির সত্বাধীকারী মোঃ নাজমুল হাসান, বিচারক মন্ডলীরা ছিলেন দৌলতপুর কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, ইসলামি বিশ্ব বিদ্যালয়ের সাবেক বিতারকিক মোঃ নজরুল ইসলাম।
মঙ্গলবার সকালে ১৯শে আগষ্ট বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বেলকুচি উপজেলা দুদকের সাধারণ সম্পাদক আহমেদ আলী সরকার, দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ নূরুল ইসলাম, গাবেরপাড়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবুল হাশেম সরকার, বেলকুচি উপজেলা ছাত্র সমন্বয়কের আহবায়ক মুসা হাসেমী, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।