বেলকুচিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে ১৯শে সেপ্টেম্বর ২০২২ বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার উপ পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান,
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সোলায়মান হোসেন, ২ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছিরুদ্দিন মোল্লা, ইউপি সদস্য সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন প্রতিটি মা- বাবার শিশু সন্তান জন্ম নেওয়ার কিছু দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করা অত্যান্ত জরুরি, অনুরুপ কারো মৃত্যুর পরে মৃত্যু সনদ করা উচিত। কেননা এই জন্ম ও মৃত্যু নিবন্ধনের সনদ প্রতিটি পরিবারের জন্য স্কুল কলেজ, অফিস আদালত, আইডি কার্ড থেকে শুরু করে যাবতীয় কাজে প্রয়োজন হয়, এজন্য এর গুরুত্ব অপরিসীম।