বেলকুচিতে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাধীন কোনাবাড়ি গ্রামে মাদক বিরোধী অভিযানে গাঁজার গাছসহ সোবাহান শেখ(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোনাবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী সোবাহানকে আটক করা হয়। সোবাহান সে ওই গ্রামের মুত আব্দুল হামিদ শেখের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ সময় গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
