বেলকুচিতে ওএমএস এর ১১ টন চাল উদ্ধার ডিলার সহ আটক ২
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মো. আশরাফ আলীর বাড়ির গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ হাজার ৬শ কেজি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় আশরাফ আলীর ভাই ইব্রাহিমকে আটক করা হয়ছে।
রোববার (৩১ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় এ অভিযান চালানো হয়। আটক ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।
পরে সোহাগপুর গরুর হাটে অভিযান চালিয়ে ডিলার মোঃ মনিরুল ইসলামকে আটক করা হয়েছে। মনিরুল ডিলারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল চালা সাতরাস্তা মোঃ দুলাল হোসেন এর বাড়ি থেকে ১৩৮০ কেজি চাল উদ্ধার করা হয়।
আটককৃত মনিরুল ইসলাম বড়ধুল ইউনিয়ন মোঃ গোলজার হোসেনের ছেলে।
বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে চাল কিনে গুদামজাত করেন মোঃ আশরাফ আলী। বড়ধুল ইউনিয়নের মনিরুল ইসলাম ডিলারের চাল কিনে গুদামজাত করে দুলাল হোসেন। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, যৌথ বাহিনী ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে খাদ্য বান্ধব কর্মসূচির মোট ১১ টন ৯শ ৮০ কেজি চাল জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ডিলার সহ ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।