বেলকুচিতে এক দিনে ০৪ টি বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক দিনে ০৪(চার) টি বাল্যবিবাহ বন্ধ করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে বিকাল ৫ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী এলাকায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১৩), রাত ৮ টায় বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া পূর্বপাড়া এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) এবং রাত ৯ টায় বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া পূর্বপাড়া এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) এবং রাত ১০ টায় পৌরসভার চালা পূর্ব পাড়া এলাকায় দশম শ্রেণির ছাত্রী(১৩) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। চারটি বাল্যবিবাহতেই কনে অপ্রাপ্তবয়স্ক ।
বাল্যবিবাহগুলো বন্ধ করে
অভিভাবকদের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনের পিতার নিকট থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ ও আনসার সদস্য গণ।