বেলকুচিতে উন্মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শ্রদ্ধাঞ্জলি সহ আলোচনা সভা অনুষ্ঠিত।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদর ইউনিয়নে উত্তর দেলুয়া ডি,এস,এ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু ও সকল শহিদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধাঞ্জলি সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে (১৬ই আগষ্ট) মহান নেতা বাংলার স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক সভাপতি শামিম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ – ৫ (বেলকুচি -চৌহালী) আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের আহবায়ক কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান পিপি, বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলখোশ আলী প্রামানিক, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ আকন্দ, সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাসানী, বেলকুচি ডিগ্রি কলেজ সাবেক ছাত্রলীগের সভাপতি এনামুল হক সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন হাসান রকি, সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত হাবিব, পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ, সাধারণ সম্পাদক সৌরব আহমেদ উৎস, ধন্যবাদান্তে, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ চাঁন মোহাম্মাদ, সাধারণ সম্পাদক মির্জা সোলায়মান হোসেন চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদ, এসময় বেলকুচি উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।