বেলকুচিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
উক্ত দিবসে মানুষের চলার ক্ষেত্রে শিক্ষানীয় অনেক বিষয় সতর্ক মূলক জলন্ত দৃষ্টান্ত তুলে ধরা হয়। বাড়ীতে অফিস আদালত ও স্কুল প্রতিষ্ঠানে আগুন লাগলে, সে ভয়াবহ অগ্নিকান্ড থেকে কিভাবে সবকিছু রক্ষা করে আগুন নিবারণ করতে হবে ফায়ার সার্ভিসের কর্মীরা সে বিষয়ে আগুন জ্বালিয়ে চাক্ষুষ প্রমাণ করে জনগনকে অবহিত করেন।
বুধবার সকালে বেলকুচি উপজেলা প্রশাসন এর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রইসুল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ।