বেলকুচিতে আদালতের আদেশ অমান্য করে বিধবা ও প্রতিবন্ধীর জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
বেলকুচি উপজেলার ক্ষিদ্রগোপরেখি গ্রামের মৃত. জয়নাল প্রামানিকের ২য় স্ত্রী মোছা: সোনেকা বেওয়া ও প্রতিবন্ধী মেয়ে মোছা: নুরজাহান খাতুনের পৈতৃক জমি বেদখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সেইসাথে সোনেকা বেওয়া ও নুরজাহান কে বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে মারপিট ও হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা।
এই ঘটনায় সরোজমিনে গিয়ে জানা যায়, ক্ষিদ্রগোপরেখি গ্রামের মৃত জয়নাল প্রামানিকের ১ম স্ত্রী ও ২য় স্ত্রীর পরিবার একই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। জয়নাল প্রামানিক ও ১ম স্ত্রীর মৃত্যুর পর তার ২ পক্ষের সন্তানদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ হয়। বিরোধের জেরে জয়নাল প্রামানিকের ২য় স্ত্রী সোনেকা বেওয়া ও প্রতিবন্ধী মেয়ে নুরজাহানের অংশ বুঝিয়ে না দিয়ে তাদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করেন। পরিকল্পনা অনুযায়ী (বেলকুচি উপজেলার ক্ষিদ্রগোপরেখি মৌজার জে,এল, নং-১০৪ আর,এস খতিয়ান নং-১৭৪, আর,এস দাগ নং-২৭) ১১ শতাংশের বাড়িতে পাকা ঘর নির্মাণ করেন ১ম পক্ষের ছেলে আনোয়ার হোসেন। সম্প্রতি সোনেকা বেওয়া ও মেয়ে নুরজাহানের জায়গা দখল করে বহুতল পাকা ভবন নির্মাণ করছে মৃত, জয়নাল প্রামানিকের ১ম পক্ষের ছোট ছেলে মনোয়ার হোসেন গোলাম। পাকা ভবন নির্মাণ করতে গিয়ে সোনেকা বেওয়া এবং নুরজাহান কে বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি ও মারধর করা হয়েছে। এমন ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশী বৈঠক করলে হয়নি সমাধান। জমির বিষয় সুরাহা না করেই জোরপূর্বক বহুতল ভবনের নির্মাণের কাজ শুরু করেন মনোয়ার হোসেন গোলাম। অপরদিকে সোনেকা বেওয়া নিরুপায় হয়ে সিরাজগঞ্জ সহকারী জজ আদালত (বেলকুচি মোকাম) বাটোয়ারা মোকদ্দমা নং- ২২/২২ দায়ের করেন।
মহামান্য আদালত অভিযোগ আমলে নিয়ে গত ১৩ এপ্রিল (বুধবার) ২০২২ অভিযুক্ত মো: আনোয়ার হোসেন,মো: ছানোয়ার হোসেন, মনোয়ার হোসেন (গোলাম) বাদীনির অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেন। বিজ্ঞ আদালত অনতিবিলম্বে বহুতল ভবন নির্মাণ কাজ স্থগিত করার আদেশ দেন।
সোমবার (১৮ এপ্রিল) বেলকুচির ক্ষিদ্রগোপরেখি বাদীনি সোনেকা বেওয়ার বাড়িতে সরেজমিনে প্রতিবেদক উপস্থিত হলে, আদালতের আদেশ অমান্য করে বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে দৃষ্টিগোচর হয়। গণমাধ্যমকর্মীরা তথ্য-উপাত্ত সংগ্রহ করে চলে আসলে বাদীনি সোনেকা বেওয়া ও প্রতিবন্ধী মেয়ে নুরজাহান খাতুনকে মারধর করেছে অভিযুক্তের স্ত্রীরা এমন অভিযোগ মুঠোফোনে প্রতিবেদককে জানান সোনেকা বেওয়া।
এবিষয়ে বাদীনির আইনজীবি সেরাজুল ইসলাম জানান, মৃত. জয়নাল প্রামানিকের স্ত্রী সোনেকা বেওয়া ও মেয়ে নুরজাহান খাতুনের বসতবাড়ির জমিতে ওয়ারিশ সুত্রে অংশ হয়েছে। যেহেতু পৈতৃক জমি সেহেতু প্রত্যেক ওয়ারিশানের অংশ বুঝিয়ে দিতে হবে। কেউ কারো অংশ দখল করে নেওয়ার আইনত কোন সুযোগ নেই। বিজ্ঞ আদালতের রায়ে অংশীদারদের অংশ পাওয়ার বিআর্ক ষয় নিশ্চিত হবে। বিবাদী পক্ষ জোর করে ভোগদখল ও ফৌজদারি অপরাধ করলে আদালত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।