বেলকুচি

বেলকুচিতে আওয়ামীলীগের নির্বাচনী প্রস্তুতিসভা হতে নিখোজ হওয়ার ২দিন পর লাশ উদ্ধার।

বেলকুচি থেকে পারভেজ আলী ঃ সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামীলীগ কর্মী দলীয় প্রস্তুতি সভা থেকে নিখোজ হওয়ার ২দিন পর লাশ উদ্ধার হয়েছে।
শুক্রবার বিকালে বেলকুচি উপজেলা বানিয়াগাঁতি এস এন স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী প্রস্তুতি সভা থেকে এলাহি(৩২) নামের এক আওয়ামীলীগ কর্মী নিখোজ হয়। জানা যায় সে দক্ষিণ বানীয়াগাঁতি গ্রামের শামচুল হকের ছেলে। শনিবার সকালে শাহজাদপুর থানার বেলতৈল ইউনিয়নের ভেন্নগাছি গ্রামের ফসলি ক্ষেত থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ। খবরটি জানা জানি হলে নিখোজ আওয়ামীলীগ কর্মীর পরিবার সেখানে গিয়ে দেখে তাদের সন্তানের লাশ। এ ব্যাপারে বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগ নেতা ডাঃ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার সন্ধ্যায় দলীয় প্রস্তুতি সভা চলাকালীন সময় কে বা কারা এলাহিকে ফোন দেয় এবং সে ফোনে কথা বলতে বলতে চলে যায়। তারপর থেকে কোন খোজ মেলেনি। রবিবার সকালে লোকমুখে শুনতে পাই তার গলাকাটা অবস্থায় শাহজাদপুরে লাশ পাওয়া গেছে। প্রশাসনিক সহযোগীতার মাধ্যমে তার লাশ গ্রামের বাড়িতে আনা হচ্ছে। শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।