বেলকুচিতে অপহৃতা কিশোরিকে উদ্ধার অপহরণকারী আটক
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ বেলকুচিতে ৩ মাস আগে অপহৃতাকে কিশোরীকে রাজশাহী বাজপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় শরিফুল ইসলাম শরিফ (৩৫) নামের অপহরণকারীকেও আটক করা হয়।
অপহৃত বেলকুচি উপজেলা ধুকুরিয়ােড়া ইউনিয়নের সাতলাটি গ্রামের মজনু মিয়ার মেয়ে।অপহরণকারী লম্পট শরিফুল একই গ্রামের আবু সাইদের ছেলে।
১৯ মে তারিখে গোপনসংবাদের ভিত্তিতে রাজশাহীর বাজপাড়া থানার সহযোগিতায় ভদ্রা এলাকা থেকে আটক করে বেলকুচি থানা পুলিশ।
এ ব্যাপারে বেলকুচি থানার অফিসার ইনচাজ আনোয়ারুল ইসলাম জানান গত ১৪ জানুয়ারি উপজেলার ধুকুরিয়াবেরা ইউনিয়নয়ের সাতলাটি এলাকা থেকে শরিফ মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে মেয়েটির বাবা মজনু মিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।পরে নানান তথ্যের ভিত্তিতে রাজশাহী বাজপাড়া থানা পুলিশের সহায়তায় অপহৃতা সহ অপহরণকারীকেও গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।