বেগম জিয়ার মুক্তিই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার- সিরাজগঞ্জে রুমানা মাহমুদ ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির ) ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি নানা আয়োজনে বিভিন্ন কর্মসূচি’র মাধ্যমে পালন করেছে । সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্হ দলীয় কার্যালয়ে সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১০ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান,
১১ টায় র্যালী উপলক্ষে জেলা বিএনপি’র বিভিন্ন থানা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড এর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্ব স্ব ইউনিটের মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে সমবেত হয় ।
৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪১ টি বেলুন উড়িয়ে র্যালি শুরু হয়।
এরপর স্থানীয় ভাষানী মিলনায়তন সবুজ চত্বরে বেলা ১২ টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেছেন, সাবেক প্রধান মন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি’ই হোক আমাদের অঙ্গীকার, আন্দোলনে মধ্যে দিয়েই বেগম জিয়াকে মুক্ত করা হবে ইনশাল্লাহ।
প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা হয়। এরপর জেলা জাসাস এর পরিবেশনায় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আলোচনাসভাটি পরিচালনা করেন, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও নূর কায়েম সবুজ। এছাড়া বিএনপি চেয়ারপার্সন-এর উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, উৎযাপন কমিটির আহবায়ক সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অর্থ কমিটির আহবায়ক সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাশ, ১ম যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান, মুন্সী জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেস সহ বিএনপি’র বিভিন্ন ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন