বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি ঃ
জামালপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মরহুম দানেশ উদ্দিনের বড় ছেলে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন গতকাল শনিবার (১১মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরহুমের জানাযা নামাজ আসরের নামাজের পর জামালপুর রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে এবং তার নামাজের জানাযায় অংশ নেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো. মুরাদ হাসান এমপি, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি জামালপুর সদর আসনের সংসদ সদস্য অালহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, সাবেক সংসদ সদস্য অালহাজ্ব মোঃ রেজাউল করিম হীরা, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অালহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, এবং মুক্তিযোদ্ধা সংসদের সকল পর্যায়ের সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এর অাগে নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন জামালপুর সদর থানার ওসি তদন্ত মোঃ রাশেদুল হাসানের নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।