বীর মুক্তিযোদ্ধাকে সংরক্ষিত চেয়ারে বসালেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ
তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:
জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহাম্মেদের নির্দেশনায় আজ মঙ্গলবার সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন দিয়ে সম্মানিত করলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ।এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন,যুগ্ম সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু, কার্যনির্বাহী পরিষদের সদস্য শফিকুল ইসলাম,সোহেল রানা,সদস্য রাইসুল ইসলাম খোকন,আবু সাঈদ প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ তাকে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসনে বসিয়ে সম্মানিত করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বলেন, আমাকে এমন সম্মানে ভূষিত করার জন্য বাংলাদেশ পুলিশ মহা পরিদর্শক ও জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহাম্মেদ তথা সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ সহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান,১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে তারা মরণপণ যুদ্ধ করে এই দেশের মাটি ও স্বাধীন করেছেন। তাদের জন্য আজ আমরা বড় বড় পদে চাকুরী করছি। এই ছাড়া মুক্তিযোদ্ধাদের যে কোন সমস্যা সমধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ে সমাধান করার আশাবাদ ব্যক্ত করেন।