সারাদেশ

বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মতিয়র রহমানের একাদশ মৃত্যুবার্ষিকী

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরে সরিষাবাড়ীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য,জামালপুর জেলা আওয়ামী লীগে’র ৬ বারের নির্বাচিত সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এডভোকেট মতিয়র রহমান তালুকদারের একাদশ মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গল বার নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী পৌর শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যাবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচি’র মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে সকাল-১০ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের জাতীয় পতাকা উত্তোলন,দলীয় পতাকা অর্ধনমিত করন ও কালো পতাকা উত্তোলন।
সকাল-১০.১০ মিনিটে কালো ব্যাচ ধারণ,সকাল-১০.২০ মিনিটে দলীয় কার্যালয়ে প্রয়াত নেতার প্রতিকৃতিতে  পুস্পস্তবক অর্পন দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহ।
পরে প্রয়াত নেতার জন্ম স্থান দৌলতপুর গ্রামে আওনা ইউনিয়ন আওয়ামী লীগের ব্যাবস্থাপনায় সকাল-১১ টায় প্রয়াত নেতার কবরে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন ও জিয়ারত করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এডভোকেট মতিয়র রহমান তালুকদারের সন্তান তথ্য মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,সহকারী কমিশনার( ভূমি)কামরুন নাহার কেয়া, বীর প্রতিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ,সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান,পৌর মেয়র রুকুন্নুজ্জামান রোকন ইউপি চেয়ারম্যান মনছুর আলী খান, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান,পৌর আ’লীগ নেতা নুরে আলম বাবু,উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম,সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রনি,পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান,সাধারন সম্পাদক সুমন চাকলাদার,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ,সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,তারাকান্দি ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা আক্তার শিখা,প্রয়াত এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী,সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক, জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক শফিকুর রহমান,যুবলীগ নেতা সাখাওয়াত আলম মুকুল, ছাত্রলীগের এস এম রাজন,নাজমুল হুদা বজলু, শরীফ আহম্মেদ নীরব প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পেশাজিবী মানুষ উপস্থিত ছিলেন