বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহমান পিপিকে জেলা আইনজীবীর পক্ষ থেকে সংবর্ধনা।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতি সিরাজগঞ্জ শাখার পক্ষে থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। পরে আইনজীবী সমিতির হল রুমে জেলায় কর্মরত আইনজীবি ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্না’র সঞ্চালনায় সভাপত্বিত করেন, আইনজীবি সমিতির সভাপতি মীর রুহুল আমিন বাবু।
এসময় বক্তব্য রাখেন নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পিপি কায়সার আহাম্মেদ লিটন, এডিশনাল ১ কোর্টের পাবলিক প্রসিকিটর অ্যাডভোকেট ওয়াছ করোনী লকেট, সিনিয়র অ্যাডভোকেট জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অতিরিক্ত দায়রা জজ এডিশনাল ২ সেলিনা পারভীন পান্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, যুগ্ন – সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক হীরক গুণ, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সরকার, অর্থ সম্পাদক দিলীপ গৌর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুন্ড, অতিরিক্ত সিরাজগঞ্জে কর্মরত সিনিয়র এডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট কামরুল ইসলাম শান্তা, আব্দুল আজিজ সরকার প্রমুখ।