বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসঃ ব্র্যাকের বিনামূল্যে মনোসামাজিক সেবা প্রদান
আজিজুর রহমান মুন্না,
সিরাজগঞ্জঃ “মনোসামাজিক সেবা গ্রহণ করুন মানসিকভাবে সুস্থ থাকুন”।
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আগামী ১০ ই অক্টোবর বুধবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হবে। দিনটিতে বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবার এবং অভিবাসনপ্রত্যাশীদের বিনামূল্যে মনোসামাজিক সেবা দেবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ১০ জন কাউন্সেলর। বাংলাদেশের যে কোন জায়গা থেকে বিনামূল্যে মনোসামাজিক সেবা পেতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার অফিসে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৭৬ থেকে ২০১৮ সালের আগস্ট মাস পর্যন্ত এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার ২৯৯ জন কর্মী কাজের জন্য বিদেশে গমন করেছেন। এদের মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৫২ জন রয়েছেন নারী কর্মী। প্রতিবছর অনেক কর্মী নানা কারণে বিদেশ থেকে দেশে ফেরত আসছেন। এদের অনেকেরই মনোসামাজিক সেবা প্রয়োজন।
১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের হাত ধরে ব্র্যাক যাত্রা শুরু করে। বর্তমানে ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে বিশ্বদরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাক নিরলসভাবে কাজ করে চলেছে। ব্র্যাক পরপর তিনবার পৃথিবীর সেরা বেসরকারি সংস্থার মর্যাদা লাভ করেছে। ব্র্যাকের উল্লেখযোগ্য একটি কর্মসূচি মাইগ্রেশন প্রোগ্রাম।
২০০৬ সাল থেকে বাংলাদেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে নিরাপদ অভিবাসন নিশ্চিত, মানবপাচার প্রতিরোধ, সচেতনতা সৃষ্টি এবং বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে কাজ করে যাচ্ছে ব্র্যাক মাইগ্রেশন প্র্গ্রোাম। বিদেশ-ফেরতদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি একেবারে উপেক্ষিত থেকে যায়। অনেক সময়ই তারা বিষণœ দিন কাটান। নানা সংকটে পড়েন।
১৯৯২ সাল থেকে প্রতিবছর ১০ই অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য “ণঙটঘএ চঊঙচখঊ অঘউ গঊঘঞঅখ ঐঊঅখঞঐ ওঘ অ ঈঐঅঘএওঘএ ডঙজখউ”। আমরা দেখেছি কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়ে অভিবাসী কর্মীদের অনেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরত আসছেন। যারা হতাশা, মানসিক যন্ত্রণা, বিষন্নতার মুখোমুখি হন তাদের অনেকে বয়সেও তরুণ। সমস্যা সমাধানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জেলা পর্যায়ে অবস্থিত দশটি রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার অফিসে ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের মনোসামাজিক সেবা প্রদান করে চলেছে। যার উদ্দেশ্য হল বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক সেবা প্রদানের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনধারায় ফিরিয়ে আনতে সহযোগিতা করা।
বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার অফিসে প্রশিক্ষিত কাউন্সেলরদের মাধ্যমে দিনব্যাপী মনোসামাজিক সেবা প্রদান করবে। যেখানে বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা মনোসামাজিক সেবা গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশের যে কোন জায়গা থেকে বিনামূল্যে মনোসামাজিক সেবা পেতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার অফিসেঃ
রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার, কেরাণীগঞ্জ, ঢাকা
০১৭৩০৩৪৬১৭৬ রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার, মুন্সিগঞ্জ
০১৭২৯০৭১১৩৫ রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার, নরসিংদী
১৭৩০৩৫০৫৮১ রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার, টাঙ্গাইল
০১৭৩০৩৪৮২২৬
রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার, সিরাজগঞ্জ
০১৭৩০৩৪৭০৭৮
রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার, কুমিল্লা
০১৭৩০৩৪৬৯৩৮ রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার, নোয়াখালী
০১৭৩০৩৪৯৭১৩ রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার, খুলনা
০১৭৩০৩৪৬১৩৩ রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার, শরীয়তপুর
০১৭৩০৩২৯৫৪১
রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার, সিলেট
০১৭৩০৩৫০৭০৮।