বিশ্ব নদী দিবস-২০১৯ উপলক্ষে সিরাজগঞ্জে নদী বাঁচাও আন্দোলন এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
বিশ্ব নদী দিবস-২০১৯ উপলক্ষে নদী দখল, দুষন ও ভাঙন রোধ সহ বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর ১৭ দফা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রসাশক কার্যালয় চত্বরে আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবি সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের কাছে স্বারকলিপি প্রদান করেন জেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারন সম্পাদক রফিক মোল্লা, এনায়েতপুর থানা সভাপতি শেখ শামীম, শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি ফারুক রেজা ও সাংবাদিক মুক্তার হাসান প্রমুখ।