বিরল রোগে আক্রান্ত আবদুল্লাহ’র পাশে চৌহালীর ইউএনও।
চৌহালীর :
‘বিরল রোগে থমকে গেছে আবদুল্লাহর বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন’ শিরোনামে শুক্রবার যুগান্তর অনলাইনে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দেখে আবদুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির। রোববার দুপুরে ইউএনও মুহা. আবু তাহির জানান, যুগান্তর অনলাইনে বিরল রোগাক্রান্ত আবদুল্লাহর সচিত্র সংবাদটা আমার নজরে আসে। এজন্য আজ সকালে আমি নিজেই আবদুল্লাহর বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। চিকিৎসার জন্য কিছু নগদ সহায়তা করেছি। আর দ্রুত একটি বিধবা কার্ড ও ভিজিডি কার্ড করে দেয়ার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি। উল্লেখ্য, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চরবিনানই গ্রামের মেধাবী ছাত্র আবদুল্লাহ আল মামুন (২১)। দারিদ্র্য আর শত প্রতিকুলতাকে মাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন কিন্ত বিধিবাম। বাবার মৃত্যু যে ছেলেকে থামাতে পারেনি, তাকে থামিয়ে দিয়েছে বিরল এক রোগ। প্রয়োজনীয় অর্থের অভাবে এখন তাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। সিরাজগঞ্জ সহ দেশের কোথাও তার রোগ নির্নয় করতে না পারায় স্থানীয়দের কিছু সহায়তায় শনিবার দুপুরে আবদুল্লাহকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এখন তার চিকিৎসার জন্য প্রায় আড়াই লাখ টাকা প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।