বিয়ের দাবিতে ৫দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা-উল্লাপাড়ায়
উল্লাপাড়া প্রতিনিধিঃ
বিয়ের দাবিতে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা আবেদা খাতুন (১৯)। ঘটনাটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের মূলবেড়া গ্রামে। এই গ্রামের আবুল হোসেনে ছেলে মোঃ জাকারিয়া (২৫) এবং উপজেলার চর ঘাটিনা গ্রামের আব্দুল আলীমের মেয়ে আবেদা খাতুন একই সঙ্গে উল্লাপাড়া পৌরশহরে অবস্থিত একটি ক্লিনিকে কর্মচারী হিসেবে চাকরি করতেন। সেই সুবাদেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আবেদা খাতুন জানান, জাকারিয়া তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করলে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থানের সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক গত বুধবার তিনি ছেলের বাড়িতে গিয়ে অনশন করছেন। কিন্তু মেয়েটি তার প্রেমিকের বাড়িতে যাবার খবর পেয়েই ছেলেটি বাড়ি থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে প্রেমিক জাকারিয়ার চাচা ও দূর্গানগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য লুৎফর রহমান জানান, তারা মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে একটি সমঝোতার চেষ্টা করছেন। এ বিষয়ে দূর্গানগর ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী জানান, তিনি ছেলে মেয়ে উভয় পরিবারের সঙ্গে কথা বলে রোববার রাতেই একটি বৈঠকের ব্যবস্থা করেছেন।