বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করলেন -ইউপি চেয়ারম্যান
বিশেষ প্রতিনিধি মোঃ নাজমুল হোসেন রাজা :
জননেতা তানভীর ইমাম এমপি মহোদয়ের সহযোগিতায় মুজিব বর্ষ উপলক্ষে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বিভিন্ন বাজার ও কবরস্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন করলেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান এবং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার। ১৪ ই মার্চ বেলা ১২ টায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পরিষদ চত্বরে বিভিন্ন বাজার ও কবরস্থান সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এসব সৌর বিদ্যুতের প্যানেল বিতরণ করেন।
এসময় অন্যদের সাংগঠনিক সম্পাদক পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগ এবং সাবেক সাধারন সম্পাদক যুবলীগে মোঃ আব্দুল মোমিন ভূঁইয়া, ইউপি সদস্য মোঃ আব্দুর রব সহ ইউনিয়ন পরিষদের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী গণ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।বিতরণ শেষে ইউপি চেয়ারম্যান বলেন , বর্তমান সরকার জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করছে। আওয়ামীলীগ সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বিদ্যুৎতের আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হবো। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। সারাদেশকে বিদ্যুতের আলো আলোকিত ঘোষণা।