বিনাপয়সায় বেলকুচির ২২ পুলিশ সদস্য চাকুরী পাওয়ায় বেলকুচির ওসির শুভেচ্ছা।
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বিনা পয়সায় নিয়োগ পাওয়া বেলকুচির ২২ পুলিশ সদস্যকে শুভেচ্ছা জানালেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম। সিরাজগঞ্জ জেলায় মেধা তালিকার ভিত্তিতে মাত্র ১০৩ টাকায় ১৭৯ জন তরুণ-তরুণী পুলিশ সদস্য পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়, তার মধ্যে বেলকুচি থেকে ২ জন নারী এবং ২০ জন পুরুষ পুলিশ সদস্য পদে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। রোববার রাতে বেলকুচি থানা চত্ত্বরে গোল ঘরে বেলকুচির বিভিন্ন গ্রাম থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের পুলিশি তদন্ত শেষে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেন। শুভেচ্ছা বিনিময়কালে তাদের দিকনির্দেশনা মূলক কথা বলেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি থানার উপ-পরিদর্শক এস,আই, শামীম,আব্দুস সবুর, আব্দুল আলীমসহ পুলিশ সদস্য সাংবাদিকবৃন্দ এবং সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিভাবকেরা এসময় উপস্থিত ছিলেন।