বিদ্যুৎ বিচ্ছিন্নের জন্য ৬ মাস ধরে অন্ধকারে বাস করছে চারটি পরিবার
আবির হোসাইন শাহিন :
সিরাজগঞ্জ শাহজাদপুরে পল্লী বিদ্যুত অফিসের স্বেচ্ছাচারিতায় শাহজাদপুর পৌর শহরের দ্বাবারিয়া দক্ষিণ পাড়া মহল্লার চারটি পরিবার দীর্ঘদিন যাবত অন্ধকারে রয়েছে। নিয়মিত বিদ্যুত বিল পরিশোধ করলেও স্থানীয় প্রভাবশালী মহলের ইশারায় প্রায় ছয়মাস আগে তাদের বাড়ির চারটি বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই গরমে শিশু সন্তানদের নিয়ে পরিবারগুলো অমানবিক দুর্বিষহ ভাবে জীবনযাপন করছে। শাহজাদপুর সংশ্লিষ্ট জোনাল অফিসে স্যান্ডেল ক্ষয় হলেও পুনরায় বিদ্যুত সংযোগ দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুতের শ্লোগান এই অসাধু কর্মকর্তা এবং জনপ্রতিনিধির জন্য ম্লান হয়ে গেছে।পরিবারগুলোর দাবি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও আমরা কেন অন্ধকারে থাকব এবং প্রশাসন এর কাছে অনুরোধ থাকবে আপনারা প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করে এ ভোগান্তি থেকে রক্ষা করুন।