বিজয় নিশান
বিজয় নিশান
নিশি নুর রজনী
“””””””””””””””””””””
জেগেছিলো বীর, ছেড়েছিলো নীড়
উড়াতে বিজয় নিশান।
মৃত্যুর ভয় অঞ্জলি দিয়ে,
কল্পিছে বৈরি শ্মশান।
প্রাণ দিয়েছে,বিজয় এনেছে,
লত্তয়েছে ঊন লাঞ্ছনা।
শোনিত মাটির দিব্যি নিয়ে, টুটিয়েছে আবর্জনা।
ভুলবেনা কেহ,শহিদের দেহ,
আসলে বিজয় দিন।
শ্রদ্ধা – সালামে স্মৃতিরক্ষা,
শহিদ তোমাদের ঋণ।
ভাষার উপর শকুনের চোখ,
ভীত নয় বাংলার দল,
নিরেট বাহুতে দুশমনেরে,
লুণ্ঠিছে নভতল।
রণক্ষেত্রে জয়জয়কার, বিহ্বলতায় কূট রাজাকার!
শিকল ভেঙে পক্ষ মেলে,
এলো ভাষার রাণী,
স্রোত বেগে বিজয় এলো,
বিকীর্ণ অমৃতবাণী।