বিএমএ ও স্বাচিপ সিরাজগঞ্জ শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বি এম এ ও স্বাচিপ সিরাজগঞ্জ শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাচিপ সিরাজগঞ্জ শাখার সভাপতি ডাঃ ওয়ালিউল ইসলাম তালুকদার। সভা পরিচালনা করেন স্বাচিপ সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম হীরা। এতে জেলা বিএম এর সভাপতি ডাঃ জহুরুল ইসলাম ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ আকরামুজ্জামান, অধ্যাপক ডাঃ আব্দুল মান্নান প্রমূখ বি এম এ ও স্বাচিপ নেতৃবৃন্দ। সভায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, ১৯৭১ সনে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ, মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো দু লাখ মা বোনের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের জন্য দোয়া করা হয়। সভায় বক্তাগন ৭ মার্চ ৭১ দেয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের তাৎপর্য ব্যাখ্যা করেন। তারা বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে জীবন গড়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। সভা শেষে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে স্বাচিপ ও বি এম এ সিরাজগঞ্জ শাখার সকল কর্মসূচীতে অংশগ্রহনের জন্য অনুরোধ জানান স্বাচিপ সিরাজগঞ্জ শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম হীরা।