সিরাজগঞ্জ

বিএফ এ সিরাজগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াহেদুল ইসলাম-সাধারন সম্পাদক আবুল হাশেম বিজয়ী

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

বাংলাদেশ ফারটিলাইজার এসোসিয়েশন (বি এফ এ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদ (২০২২-২০২৪ইং) দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার ২৫ ডিসেম্বর২১ইং সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্হ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের কার্যালয়ে ব্যাপক আনন্দ ঘনপরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

সকাল -৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটা গ্রহন করা হয়েছে।মোট ১৪৩টি তালিকাভূক্ত ভোটার প্রয়োগ করতে পারবে। নির্বাচনে দুই টি প্যালেন একটি হলো ওয়াহেদুল ইসলাম ও আব্দুল্লাহ নাসের রানা দ্বিতীয়টি হলো মোঃমোশাররফ হোসেন মুন্না-মোঃআবুল হাসেম আবু। এবং মোজাহিদুল ইসলাম দুদু এককভাবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডঃ , আব্দুল হাই জানান। নির্বাচনে সভাপতিপদে আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম, আফসার আলী, মাহবুব সরোয়ার বকুল, আবু হানিফ, আহসান হাবীব (সুইট), সাধারণ সম্পাদক আবুল হাশেম আবু, শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শিকদার, কোষাধ্যক্ষ এস এম সুজাত আলী, দপ্তর সম্পাদক শ্রী দেবলকর, প্রচার সম্পাদক সত্য রঞ্জন পোদ্দার, কার্যকরী সদস্য নুরুল ইসলাম,এস এম আমিরুল ইসলাম আরজু, জয়নাল আবেদীন, আব্দুল হাকিম, আমিরুজ্জামান, শফিকুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, খন্দকার সোহরাব হোসেন, আনোয়ারুল ইসলাম, মোঃ ছবি সিদ্দিক, নূর হোসেন মন্ডল, মোঃ আব্দুর রহমান আল সেলিম ও মোঃ হাসিনুল ইসলাম বিজয়ী হন বলে জানান যায়।