উল্লাপাড়া

বাসে লেপের ভিতর থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে হাটিকুমরুল থানা পুলিশ।

সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুন্না

সিরাজগঞ্জের হাটিকুমরুল থানার পুলিশ গোলচত্বর এলাকায় একটি যাত্রবাহী বাসের ভিতর তল্লাসী করে লেপের ভিতর থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে। রবিবার ( ৪ নভেম্বর’১৮) ভোরে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জেনারেল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রামপাড়া টোলা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।

হাটিকুমরুল থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে একদল পুলিশ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অবস্থান নেয়।এ সময় যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা যাওয়ার পথে উল্লেখিত স্থানে আটক করা হয় এবং ওই বাসে তল্লশি চালিয়ে লেপের ভিতর থেকে ১২৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।