বার্ডফ্লু আতংকে সরিষাবাড়ীতে ৬শ লেয়ার ও বয়লার মুরগী খামারীরা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে বার্ড ফ্লু আতংকে ৬শ লেয়ার ও বয়লার মুরগী খামারী ও ডিলার গন আতংকে রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। গতকাল সোমবার পৌর সভার ঝালু পাড়া,ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া,ডিগ্রীবন্দ এলাকায় ক্ষতিগ্রস্থ মুরগী খামারী সুত্রে এ তথ্য জানা গেছে।উপজেলা প্রাণী সম্পাদ অফিস ও মুরগী খামারী সুত্রে জানা গেছে সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬ শ লেয়ার ও বয়লার মুরগী খামারে প্রায় ১০ লক্ষাধিক মুরগী রয়েছে। এ খামার গুলোতে গত শুক্রবার থেকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনারপাড়া গ্রামের মোস্তফা, মোতালেব, হোসেন,ডিক্ধসঢ়;্রীবন্দ গ্রামের মোফাজ্জল হোসেন,রাঙ্গা মিয়া,আব্দুস সালাম,মাজালিয়া গ্রামের ডাঃ শফিকুল ইসলাম,ভোলা মিয়া,সুরুজ্জামান বিদেশী,মোজাম্মেল হক ভুট্রো,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,জুয়েল মিয়া ও কালু মিয়ার মুরগী ফার্মে বার্ড ফ্লু নামে রোগে আক্রান্ত হয়ে কিছু মুরগী মারা যায়। ওই সব মারা যাওয়া মুরগী গুলো বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এ খবর ছড়িয়ে পড়ে। পরে বার্ড ফ্লু রোগে আক্রান্ত সন্দেহে মুরগীর খামারীরা তড়ি ঘড়ি করে রাতের আধারে মুরগী গুলো বিক্রি করে দিয়েছে খামার মালিকরা জানান।এ ছাড়াও উপজেলার ডোয়াইল,আওনা,পিংনা,পোগলদিঘা,মহাদান,ভাটারা,কামরাবাদ সাতপোয়া ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন স্থানে বার্ড ফ্লু আতংকে খামারীরা হতাশায় ভূগছেন।
উপজেলা প্রাণী সম্পাদ অফিসে দেশীয় মুরগী খামারী মালিক উপজেলার
মহাদান ইউনিয়নের ্ধসঢ়;করবাড়ী গ্রামের আব্দুল হক(৬০) জানান, আমার দেশীয়
মুরগীর খামারে ৫শ মুরগীর মধ্যে ৫০টি মুরগী শনিবার রাতে মারা গেছে।
তাই বার্ড ফ্লু হয়েছে কিনা তা জানতে আইছি।এ ব্যাপারে উপজেলা ভেটেনারী সার্জন বিদ্যুৎ কুমার সাহা বলেন, লেয়ার ও বয়লার মুরগী খামারীদের মুরগীর রানী ক্ষেত রোগে আক্রান্ত হয়ে কিছু মুরগী মারা গেছে। মৃত মুরগী গুলো মাটিতে পুতে রাখার পরামর্শ দেয়া হয়েছে। ফলে বার্ড ফ্লু আতংকে খামারীরা মুরগী গুলো দ্রুত স্থানান্তর
করছে বলে আমরা জেনেছি। অনান্য খামারগুলোতে রোগে আক্রান্ত মুরগী গুলোকে রোগ সনাক্ত করে চিকিৎসা দেয়া হচ্ছে।জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা রৌশনী আকতার বলেন,উপজেলায় প্রায় ছয় শতাধিক লেয়ার ও বয়লার মুরগী খামার রয়েছে।গত কয়েকদিন যাবৎ কিছু মুরগী মারা যাওয়ায় খামারীদের ডিম উৎপাদন কম ও খাদ্য খরচ বেড়ে গেছে। তবে মারা যাওয়া মুরগী গুলো বার্ড ফ্লু বা রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা সেটার বিষয়ে সজাগ দুষ্টি রাখা
হচ্ছে।