বাজেট ২০২১-২০২২: বাড়ছে এবং কমছে যে সব জিনিসের দাম
জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট অর্থাৎ আগামী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেটে কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় এসব পণ্যের দাম বাড়বে।
যে সব জিনিসের দাম বাড়ছে-বিড়ি-সিগারেট, জর্দা, তামাক, লুব্রিকেটিং ওয়েল, খনিজ তেল, গাড়ি, বিমানের কাঁচ, মোবাইল ফোন, বাদাম, সাবান, আমদানিকৃত গাজর, কমলা, শিল্প লবণ, লঞ্চের এসি কেবিন ভাড়া, প্রসাধনী, স্যানিটারি টেবিলওয়্যার, কিচেন ওয়্যার, বিদেশি টাইলস।।
যে সব জিনিসের দাম কমছে
বাজেটে কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করায় এসব পণ্যের দাম কমবে।
টিকা আমদানি ও উৎপাদনের কাঁচামাল, দেশীয় ফ্রিজ, এসি, গাড়ির যন্ত্রাংশ, ল্যাপটপ, ওভেন, ওয়াশিং মেশিন, পোল্ট্রি ফিড, কৃষি যন্ত্রপাতি, ডায়াপার, হার্ডডিস্ক, সিসিটিভি, প্রেসার কুকার, দেশীয় মোটরসাইকেল, স্টেইনলেস স্টিল, অ্যালুমিনিয়াম তার, কম্পিউটার উৎপাদনের কাঁচামাল, দেশীয় খেলনা, কপারের তার, অ্যালুমিনিয়াম ফয়েল, পলিমার টিউব, পাইপ।
আজ বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।