বাংলার বুক থেকে হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে চৌহালীতে জনতার ঢল

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ মোঃ ইমরান হোসেন ( আপন)

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিনোদনের খোরাক জুগিয়েছে ঐতিহ্যাবাহী লাঠিখেলা। কিন্ত কালের পরিবর্তনের হাওয়ায় মানুষ ভুলতে বসেছে এই খেলা। কিছুদিন আগেও গ্রামাঞ্চলের লাঠি খেলা বেশ আনন্দের খোরাক জুগিয়েছে। মানুষ হ দয়ে ঠাই করে নিয়েছিল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেরা। দুর-দুরান্ত থেকে মানুষ ছুটে আসত এ খেলা দেখার জন্য্ কিন্ত বিজ্ঞান ও প্রযুক্তির এযুগের সাংস্কৃতি অতিতের এ খেলা বিলুপ্তি হয়ে যাচ্ছে গ্রামবাংলার লাঠিখেলা।
জানা যায়, বৈশালী,পাশের বাড়ী, পিড়ি পাইট, রেনিময়, মধ্যবাড়িসহ বিভিন্ন রকমের লাঠি খেলা গ্রাম-গঞ্জে এক সময় ব্যাপকভাবে প্রচারিত ছিল। শারীরিক কুসরত প্রদর্শন ও নিজেদের আত্মরক্ষার্থে বহুকাল থেকেই এ লাঠিখেলা প্রচলন। একজন ওস্তাদের নির্দেশে কখনো এককভাবে কখনো দু-দলে ভাগ হয়ে আবার কখনো সবাই একত্রে ওই লাঠি খেলা দেখানো হয়।
স্বাধীনতার আগ থেকেই বাংলাদেশের গ্রাম-গঞ্জে দীর্ঘদিন থেকে এখনো চলে আসলেও বর্তমানে তা বিলুপ্তির পথে। টাঙ্গাইলের নাগরপুর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা ও ধলেশ্বরী নদীর পুর্ব-দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝে মাঝে এখনো দেখা গেলেও তা ক্ষনিকের জন্য। আবহমান বাংলায় ঐতিহ্যবাহী লাঠিখেলা এখন ইতিহাস। খেলাটি দিন দিন হারিয়ে যেতে বসেছে,ফলে এ খেলার খেলোয়াড় সংখ্যাও কমে যাচ্ছে। তৈয়ার হচ্ছে না নতুন খেলোয়াড়। আর পুরনো অভিজ্ঞ খেলোয়াররা অর্থের অভাবে প্রসার করতে পারছে না এই খেলা। ফলে দিন দিন আগ্রহ হারাচ্ছেন তারা। তাই নির্মল বিনোদনের খোরাক আর গ্রাম-বাংলার ্এতিহ্য লাঠিখেলাটি আর সরাচর চোখে পড়ছেনা। খেলোয়াড় লেবু সরদার বলেন, অনেক সময় বিপদের সম্মখীন হলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এখেলা জানা থাকলে শক্র পক্ষের হাত থেকে খালি হাতেও বেচে আসা সম্বব। তাছাড়াও শরীরিক কসরতের এই খেলাটি একটি অন্যতম ব্যয়াম। এ খেলার মাধ্যমে শরীর ও মন সতেজ থাকে। সম্প্রতি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া গ্রামের তালুকদা বাড়ীর দক্ষিন পাশের মাঠে হারিয়ে যাওয়া খেলার সংবাদ পেয়ে জনতার ঢল নামে।গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বিশিষ্ট সমাজসেবক) মোঃ ফজলুর রহমার তালুকদার চুন্ন, এলাকার মানুষকে বাড়তি আনন্দ উপভোগ করার জন্য এ খেলার আয়োজন করেন। দীর্ঘদিন পর বিলুপ্তি মুখি লাঠি খেলা দেখতে চৌহালী উপজেলার উমারপুর,বাঘুটিয়া, খাষপুকুরিয়া, খাষকাউলিয়া,ঘোরজান ও টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বনগ্রাম,সিংজোড়া, ঘুনি, গয়হাটা,তেবাড়িয়া গ্রামের বিনোদনভক্তরা এ মাঠে ভিড় জোমায়। খেলায় আগত দর্শক স্থানীয় ইউপি সদস্য মির্জা সেলিম জানান, খেলাটি দেখতে খুবই ভাল লাগে আর শিশুসহ সর্বমহলের মানুষ আনন্দ পায়। তাই সরকারী পিষ্ঠপোষকতায় লাঠি খেলা চালু করা প্রয়োজন বলে মনে করেন। স্থানীয় সমাজসেবক মোঃ আরদোশ আলী তালুকদার শেষ জীবনে তার এলাকার মানুষকে বারতি বিনোদন দিতে লাঠি খেলার আয়োজন করেন। বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া লোকায়েত বাংলার খেলাগুলো আয়োজনের কথা বলেন তিনি। অবিলম্বে সরকারি-বেসরকারি ভাবে উদ্যোগ গ্রহন করে গ্রাম-বাংলার লাঠিখেলা সহ হারিয়ে যাওয়া সব খেলা চালুর দাবি বিনোদন প্রত্যাশীদের।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.