বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের টাকা ও গাছ বিতরণ করেন দীপসেতু
নিজস্ব প্রতিবেদক :
দীপসেতু বেনিফিশিয়ারী সদস্যদের মাঝে ফলজ ও বনজ, কাঁঠাল ও মেহগুনী গাছ ৫০ জনের মাঝে বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) সকালে অধ্যাপক এম.এ মতিন সড়ক (দিয়ার বৈদ্যনাথ) শিয়ালকোল দীপসেতু কার্যালয়ে হল রুমে নির্বাহী পরিচালক দীপসেতু মো. জাহাঙ্গীর আলম রতন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের টাকা ও গাছ বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ- পরিচালক মো. মতিয়ার রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দীপসেতু সদস্য কার্য কারী পরিষদ মো. আরমান আলী, ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ মাহমুদুল নবী, দীপসেতু শাখা ব্যবস্থাপক সদর শাখা মো.রফিকুল ইসলাম, ফিল্ড কো-অর্ডিনেটর এস এম শহিদুল ইসলাম প্রমূখ।
এরপর দীপসেতু বেনিফিশিয়ারী ২৬ জন ঋন সদস্যদের মাঝে প্রধান অতিথি হয়ে নগদ অর্থ ঋন, জন প্রতি ৩০ হাজার টাকা করে হাতে তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি দীপসেতু নির্বাহী পরিচালক মো.জাহাঙ্গীর আলম রতন।