বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী সিরাজগঞ্জ জেলা সংসদ এর পঞ্চদশ জেলা কাউন্সিল ২০২৩ অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে,সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে, এই শ্লোগান নিয়ে-
বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী সিরাজগঞ্জ জেলা সংসদ এর পঞ্চদশ জেলা কাউন্সিল ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ২নং খলিফাপট্টিস্থ সিরাজগঞ্জ উদীচী জেলা সংসদ কার্যালয়ের তপুদা মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের সময়ে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সম্মেলনের শুভ উদ্ধোধন করা হয় ।
উক্ত কাউন্সিলে সন্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রবীর সর্দার , কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, হাবিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুলফিকার রহমান গোলাপ সহ সিরাজগঞ্জ জেলা সংসদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ পঞ্চদশ কাউন্সিলে ২০২৩-২৪ সালের জন্য কমিটি গঠন করা হয় এতে নির্বাচিত হন, সভাপতিঃ ফেরদৌস রবিন
সহ-সভাপতিঃ রোকেয়া সুলতানা জেসিনা, হীরক গুন, সৈয়দ মঞ্জুর এলাহী তপু, কে. এম. ইমদাদুল আলম শামীম,
সাধারণ সম্পাদকঃ মইনুল ইসলাম লিমন, যুগ্ন-সাধারণ সম্পাদকঃ মলয় চাকী, নবীন সিরাজী।
অর্থ সম্পাদকঃ রাজিয়া সুলতানা।
সম্পাদনামন্ডলীঃ পান্না ভূঁইয়া, ইমরান মুরাদ,উজ্জ্বল রায়,জয় কুমার সূত্রধর, মেহেদী হাসান, মোমিন হাসান, আফরিন মায়া, সুজন কুমার সরকার।
কার্যকরী সদস্যঃ ডাঃ আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম শফি, ড. জান্নাত আরা তালুকদার হেনরী, শেখ মাহফুজুল মোমেন,বিপ্লব খান, সাইফুল ইসলাম রাসেদ,শারমিন সুলতানা অনন্যা, লায়লা হিমেল ফেরদৌস, মাহবুবুর রহমান, বিবেকানন্দ দাস,আব্দুল মতিন, রিয়াদ রহমান, আশীষ
উপদেষ্টাঃ সৈয়দ আব্দুর রউফ মুক্তা, ইসমাইল হোসেন, শহিদুল্লাহ সবুজ।
জানা যায় যে, উক্ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির ৩৩জনের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে আরো দুই জন কে অন্তর্ভুক্ত করা হবে।