বাংলাদেশে ২য় সিরাজগঞ্জের তথা হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়ের গৌরব
গত মঙ্গলবার বিকেলে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার হাতে পুরষ্কার তুলেন দেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তা হায়েদ আলী।
বাংলাদেশ যুব গেমস ১৮’র প্রথম আসরে এ্যাথলেটিকস (হাই জাম্প) প্রতিযোগীতায় অংশগ্রহণ করে সারা বাংলাদেশে ২য় হয়ে রুপার পদক লাভ করেছেন সিরাজগঞ্জের সানোয়ার হোসেন।
সানোয়ার হোসেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ৬ষ্ট সেমিস্টারের ছাত্র ও সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী এলাকার শাহজামাল শেখের ছেলে।
সিরাজগঞ্জ জেলা থেকে এবছর এ্যাথলেটিকসে তিনিই একমাত্র রূপার পদক লাভ করেছেন।
গত বছরের ১৮ ডিসেম্বর ইউনিয়ন পর্যায় থেকে এ যুব গেসম শুরু হয়। ইউনিয়ন থেকে উপজেলা, জেলা ও বিভাগের প্রতিটি পর্যায়ে প্রথম হয় সে। এরপর গত ১২ মার্চ ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ২য় স্থান অধিকার করেন। তুলে নেন রূপার পদক।
সানোয়ার ছোটবেলা থেকেই লাফ-ঝাপ খেলায় বেশ পারদর্শী ছিল। স্কুল পর্যায়ের প্রতিযোগিতা থেকে শুরু করে এধরণের সকল প্রতিযোগিতায় অংশ নিয়ে ভাল ফলাফল অর্জন করেছেন। দীর্ঘ ৪ বছর চেষ্টার পর সে এবার অভাবনীয় সাফল্য পেয়েছে।
সানোয়ার জানায়, ভবিষ্যেতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হয়ে নিজ জেলা সহ দেশের মুখ উজ্জ্বল করতে চাই।