বহুলীর ধোপাপাড়ায় ইয়াবা ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ, এলাকা জুড়ে আতঙ্ক।
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের ইয়াবা ব্যবসায়ী দু’ গ্রুুপের দফায় দফায় সংঘর্ষে ঘরবাড়ি ভাঙ্গচুর একজন গুরুতর ভাবে আহত হয়েছে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ধোপাপাড়া গ্রামের কথিত ওয়ার্ড আওয়ামীলিগের নেতা মোঃ তছির উদ্দীনের ছেলে মোহাম্মাদ আলী (৩০)।সে অত্র এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবার ডিলার হিসাবে ব্যবসা করে আসছে। অপরদিকে, একই গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে মোঃ ফিরোজ আলী (৩৪) দীর্ঘদিন ধরে খুচরা ব্যবসায়ী হিসেবে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে।ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে অনেকদিন ধরেই দুজনের মধ্যে মনোমালিন্য চলছে।এরই জের ধরে কিছুদিন পূর্বে ফিরোজের আরেক সঙ্গী মো: জাহাঙ্গীর আলম পুলিশের সোর্সের মাধ্যমে মোহাম্মাদকে ডিবি পুলিশের হাতে ধরিয়ে দেয়।যার ফলে দুজনের মধ্যে শত্রুতা আরও চরম হয়ে ওঠে। এরপর দুজনের সংঘর্ষ প্রতি নিয়ত লেগেই আছে। মোহাম্মাদ তার লোকজন নিয়ে ফিরোজের উপর হামলা করে ব্যর্থ হয়। পরে ফিরোজ তার লোকজন নিয়ে মোহাম্মাদের উপর হামলা করে, মোহাম্মাদ পালিয়ে যায় ঘটনাস্থলে গুরুতর আহত হন মোহাম্মাদ গ্রুপের সিদ্দিকুর রহমান (২৩)। পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মোহাম্মাদ তার দলবল নিয়ে ফিরোজের বাড়ি হামলা করে মটর সাইকেল, ফ্রিজ, টিভি ও বিভিন্ন আসবাব পত্র ভাঙ্গচুর করে। ঘটনার দুইদিন পর আহত সিদ্দিকুরের বাবা বাদী হয়ে, ফিরোজ, জাহাঙ্গীর ও হেলালকে আসামী করে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যপারে স্থানীয়রা বলেন: আমাদের এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে দুই গ্রুপে বিভক্ত হয়েছে।একটি মোহাম্মাদ গ্রুপ অপরটি ফিরোজ গ্রুপ।এই দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের কারণে আমরা এলাকাবাসী প্রতি নিয়তই আতঙ্কে আছি। স্থানীয়রা আরও বলেন, মোহাম্মাদ আলী ইয়াবার ডিলার হিসেবে ব্যবসা করেন, আর ফিরোজ খুচরা ব্যবসায়ী হিসেবে ব্যবসা করেন। এদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। এদিকে মোহাম্মাদ কতিপয় কিছু লোকজনকে সাথে নিয়ে ফিরোজের বিরুদ্ধে মাদক বিরোধী মানববন্ধন করে। এলাকায় কোন প্রকার মাদক (ইয়াবা) রাখবেনা বলে ঘোষনা দেয়। তবে প্রশ্ন এখন একটাই ভক্ষক যদি হয় রক্ষক তবে আদৌও কী মাদক থেকে মুক্তি পাবে যুব সমাজ?