”বসন্ত আজি এসেছে ধরায়”
*রুবন আহমেদ *
বসন্ত কথাটি শুনলেই যেন এক অন্য রকম অনুভূতি হৃদয়কে আন্দোলিত করে। বসন্ত শুনলেই যে দৃশ্যটি আমাদের মানসপটে ভেসে ওঠে তা সত্যিই অপরূপ, মন মাতানো, মায়াবী আর আবেগী। বসন্তের আগমন যেন মুহূর্তেই সব বিষাদ আর স্থবিরতাকে মলিন করে দিয়ে এক নব পুলকে দেহ-মন শিহরিত করে দেয়। বসন্তের বর্ণের বর্ণালী বর্ণচ্ছটা যে ক্ষণিকের তরে হলেও আমাদের হৃদয়কে আনমনা আর আবেগী করে তোলে তা বলার অবকাশ রাখেনা। বসন্তের প্রকৃতির রূপ অন্য কোন রূপের সাথে অতুলনীয়। প্রকৃতি তার সমস্ত নিঃসর্গের রূপের পসরা সাজিয়ে প্রিয়সীর মত নিজেকে সজ্জিত করে সমগ্র জীব-জগৎকে এক মায়াবী অন্তরলোকে আবিষ্ট করে ফেলতে সদা প্রস্তুত । বৃক্ষরাজি নব পুষ্প-পল্লবে এমন ভাবে সজ্জিত হয়েছে যেন নব-বধু তার নব-বরকে নিজের সৌন্দর্যে আকৃষ্ট করার প্রত্যয়ে সব রকম প্রসাধনীতে নিজেকে সজ্জিত করেছে। কোথাও কোন মলিনতা নেই; নেই প্রকৃতির কোন রুক্ষতা, বৈরীতা। বৃক্ষপত্র, পত্রবৃন্ত সবি যেন কচি, সবুজ, সতেজ আর ণির্মল। শাখায় শাখায় রঙিন বর্ণালী বর্ণে রাঙা ফুলের সমারোহ। শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার রক্তিম রঙে প্রকৃতি নিজেকে এমন মায়াবী সাজে সাজিয়ে তুলেছে; যে মায়ার জালে যে কেউ অজস্রবার নিজেকে জড়াতে বিন্দুমাত্রও দ্বিধা করবে না। বরং; এই রঙিন মায়াবী প্রকৃতিতে নিজেকে সমর্পণ করতে না পারাটাই যেন সব থেকে ব্যর্থতা। পাহাড়ে, বনে বনে, আকশে-বাতাসে পুষ্প সৌরভে সুরভিত আজি বসন্তের সমীরণ। কাননে-কাননে, শাখায়-শাখায় আম্রমুকুল আর কাঠাল ফুলের মধুময় পুষ্পপুঞ্জ সত্যিই যেন মধুমাসের আগমন বার্তা দিয়ে যাচ্ছে। মহুয়ার বনে আজ ফাগুনের আগুন। বসন্তের এই আগুন লাগা ফাগুনে নিজেকে বারবার হারাতে ইচ্ছে করে। ইচ্ছে করে মৌ-ভ্রমরার মত ফাগুনের বনে বনে, ফুলে ফুলে উড়ে বেড়াতে। বসন্তে ডালে ডালে কোকিলের কুহুতান মুহূর্তেই মনকে ঘরের বাইরে নিয়ে যায়। এমন মায়াবী বসন্তক্ষণে আনমনা এ মন শিমুল আর পলাশ ফুলের রক্তিম প্রকৃতিমাঝে নিজেকে সমর্পণ করতে সর্বদা ব্যাকুল। তাইতো বার বার বলতে ইচ্ছে করে-
বসন্ত প্রাণবন্ত, বর্ণচ্ছটা অবিরাম।
কচি পত্র পল্লবে আবৃত বৃক্ষরাজি,
শ্যামলিমা সজ্জিত, নন্দিত প্রকৃতি;
চমকিত অপরুপা বসুন্ধরা-
রূপময়, চির যৌবনা এ বসন্ত।।
পলাশ ফুলে, আম্রমুকুলে আচ্ছাদিত কানন,
কোকিলের কুহুতান; চঞ্চলক্ষণ চপলিতমন
মানে না’কো কোন বাধা-
ছুটে চলে যেন তাই বাধার-পাথারে।।
rubonahmed78@gmail.com