বর্তমান সরকার করোনাভাইরাস নিয়ে সার্বক্ষণিক সচেতন: মোহাম্মদ নাসিম
মোহাম্মদ আশরাফুল,কাজিপুর (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের কাজিপুরে শুক্রবার (১৩ মার্চ) রাণী দীনমনি (আর ডি) বহুমূখী উচ্চ বিদ্যালয় ও সিরাজগঞ্জ সদরের বাগবাটিতে আবদুল্লাহ্ আল- মাহমুদ ডিগ্ৰী কলেজ মাঠে যমুনা ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ১৪ দলের মূখপাত্র, সাবেক স্বাস্থ্য মন্ত্রি, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ি কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমানে করোনাভাইরাস বিশ্ব ব্যাপি আতঙ্ক সৃষ্টি করলেও আল্লাহর রহমতে বাংলাদেশ এখনও নিরাপদ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধান মন্ত্রি শেখ হাসিনার সরকার সার্বক্ষণিক সচেতন আছেন এই করোনা ভাইরাস নিয়ে।
স্বাস্থ্যসেবায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ক্যাম্পেইনের জন্য স্থায়ী জায়গার ব্যবস্হা করার আশ্বাস দেন এই নেতা। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, যমুনা ব্যাংক লিঃ পরিচালক ইঞ্জিনিয়ার এ.কে.এম. মোশারফ হুসাইন, এমডি ও সিইও মির্জা ইলিয়াস আহমেদ। এসময় এই ফ্রী ক্যাম্পেইনের মাধ্যমে চক্ষু, দন্ত, গাইনী, ডায়াবেটিস ও সাধারণ বিভাগে মোট ৫৯২৪ জন হতদরিদ্র রোগীকে স্বাস্হ্য সেবা প্রদান করা হয়।