বর্ণাঢ্য আয়োজনে নয়া আলো অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে, অনলাইন নিউজ পোর্টাল নয়া আলোর সাফল্যের ৭ম বর্ষে পর্দাপনে জাকজমক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩০মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে
মিলনায়তনে, অনুষ্ঠানে, পবিত্র কোরআন তেলোয়াত, গীতাপাঠ, আলোচনাসভা, কেক কর্তন করে আনন্দঘন পরিবেশে অনলাইন পোর্টাল নয়া আলোর ৭ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানটি করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -পাবনা আসনের এমপি ও জেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী সেলিনা বেগম স্বপ্না। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সংগঠ, বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালনায় ছিলেন, অনলাইন পোর্টাল নয়া আলো'র সম্পাদক তরুণ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার আপেল মাহমুদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু , সময় টেলিভিশন স্টাফ রিপোর্টার রিংকুন্ড, ইনডিপেন্টেড টেলিভিশন জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থসম্পাদক দীলিপ কুমার গৌর , জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম, সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি উদয় কুমার পাল, সিরাজগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুমানা রেশমা প্রমুখ।
। এ সময় সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট, সাংবাদিক মোঃ দুলাল উদ্দিন,
দৈনিক সকালের সময় এর জেলা প্রতিনিধি, সংগঠক সাংবাদিক আজিজুর রহমান মুন্না, দীপ্ত টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশির, দৈনিক সিরাজগঞ্জ বার্তা’র স্টাফ রিপোর্টার এনামুলহক, দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি তরুণ সাংবাদিক শাহিন রেজা সহ অনেকে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সাংসদ সেলিনা বেগম স্বপ্না – তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জের উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনার ক্ষেত্রে নয়া আলো অনলাইন পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। ভূয়সী প্রশংসা ও পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বাংলাদেশ তথা সমগ্র পৃথিবীতে অনলাইন পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনলাইন পত্রিকার মাধ্যমে বিশ্বের যে কোন স্থানের সংবাদ মুহূর্তের মধ্যে আমরা জানতে পারছি। জঙ্গী তৎপরতা’র মতো স্পর্শকাতর ঘটনা অনলাইন পত্রিকার মাধ্যমে মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ফলে এ সকল কার্যক্রম আর চাপা থাকছেনা। ফলশ্রুতিতে এ সকল কার্যক্রমের বিরুদ্ধে তৎক্ষণাৎ এ্যাকশন গ্রহন করা সম্ভব হচ্ছে। বর্তমানে তিনি প্রিন্ট মিডিয়ার / পত্রিকার পাশাপাশি অনলাইন পত্রিকাগুলো নিয়মিত পড়ে থাকেন। অনুষ্ঠান শেষে দুই জন বৃক্ষ প্রেমীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।